ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদন ৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২০ মে ২০২৪  
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদন ৯ জুলাই

দিপু সানা

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় অফিস শেষে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা দিপু সানার মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৯ জুলাই  ধার্য করেছেন আদালত।

সোমবার (২০ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিলো। কিন্তু এদিন রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন এ তথ্য জানান।

অফিস শেষে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনায় তার স্বামী তরুন কুমার বিশ্বাস ১১ জানুয়ারি  রমনা মডেল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, দিপু সানার বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি অফিস ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেটে আসার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রমনা মডেল থানাধীন ১১৭/১ নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসা মাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরী একটি ইট হঠাৎ করে দিপু সানার মাথার ওপর ফেললে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/মামুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়