ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সংসদ ভবনের সামনে যুবক খুন: আরও দুই আসামি রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২২ মে ২০২৪  
সংসদ ভবনের সামনে যুবক খুন: আরও দুই আসামি রিমান্ডে 

নিহত মেহেদি হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে সংগঠনের দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মেহেদি হাসান (১৭) নামে এক কিশোর নিহতের মামলায় আরও দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। দুই আসামি হলেন- মো. রানা ও মো. ইসাক। 

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সজীব দে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, মঙ্গলবার দুই আসামি রবিউল ইসলাম ও রাজীবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

জানা যায়, গত ১৮ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে নিজ এলাকায় পায়ে হেঁটে ফিরছিলেন মেহেদি ও তার সহকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের ১১ নম্বর গেটের পশ্চিম দিয়ে বের হয়ে বাসায় ফিরছিলেন তারা। রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষ হয়। পরে প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে মেহেদীসহ অন্যান্যরা প্রতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে প্রতিপক্ষের চাকুর আঘাতে আহত হয় মেহেদী। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেদীর মামা চয়ন মিয়া শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মেহেদির গ্রামের বাড়ি জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি গ্রামে। সে মো. আবু হানিফ ও লিপি শিকদার দম্পতির সন্তান। তারা ভাটারা এলাকায় বসবাস করতো।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়