ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ পাঁচজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৩০ মে ২০২৪   আপডেট: ১৬:৪৪, ৩০ মে ২০২৪
করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ পাঁচজনের বিচার শুরু

মোহাম্মদ সাহেদ (ফাইল ফটো)

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অপর আসামিরা হলেন—মাসুদ পারভেজ, দিপায়ন বসু , অনিন্দ্য দত্ত  ও মো. মিজানুর রহমান । তাদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

মেট্রোরেল প্রকল্পের ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। তদন্ত শেষে একই থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।


 

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়