ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

শিক্ষার্থী ধর্ষণ মামলায় ভাড়াটিয়ার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৫ জুন ২০২৪   আপডেট: ১৫:১৬, ৫ জুন ২০২৪
শিক্ষার্থী ধর্ষণ মামলায় ভাড়াটিয়ার যাবজ্জীবন

ছয় বছর আগে রাজধানীর বনানী এলাকায় ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জুয়েল নামে এক ভাড়াটিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত এ রায় দেন

দণ্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। জুয়েল শেরপুরের নালিতাবাড়ী থানার কালিনগর গ্রামের মৃত তোতা আলীর ছেলে।

আরো পড়ুন:

মামলার পর থেকে জুয়েল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এদিন রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী  ইশতিয়াক আলম সাজার বিষয় নিশ্চিত করেন।

জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সাথে বনানী থানাধীন মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ওই ছাত্রী থাকতো। প্রতিদিনের ন্যায় তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা তালা দেওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়।  তাকে ১০ টাকা দিতে চায়। টাকা নিতে অস্বীকৃতি জানালে জুয়েল জোরপূর্বক খাটে উঠিয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন তার বাবা বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে জুয়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর সাদিয়া শারমীন। ওই বছরের ১৭ সেপ্টেম্বর জুয়েলের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়