ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্য

ব্যারিস্টার আশরাফকে তলব, মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৯ জুন ২০২৪   আপডেট: ১৪:৫৫, ৯ জুন ২০২৪
ব্যারিস্টার আশরাফকে তলব, মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

ফেসবুক লাইভে এসে হাইকোর্টের এক বিচারপতি ও কয়েকজন আইনজীবীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হতে বলা হয়েছে। এসময় পর্যন্ত তিনি দেশের কোনো আদালতে শুনানিতে মামলা পরিচালনা করতে পারবেন না।

রোববার (৯ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে আইনজীবী আহসানুল করিম বলেন, দীর্ঘদিন থেকে আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফ বিচার বিভাগ, বিচারপতিদের নিয়ে অবমাননামূলক বক্তব্য দেন। তার বিরুদ্ধে কয়েকজন আইনজীবী আদালত অবমাননার আবেদন করেছিলেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে তলব করেছেন। একইসঙ্গে আগামী ২৯ আগস্ট পর্যন্ত তাকে আইন পেশা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়