ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

কনস্টেবল মনিরুল হত্যা: ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৯ জুন ২০২৪   আপডেট: ১৬:৫৬, ৯ জুন ২০২৪
কনস্টেবল মনিরুল হত্যা: ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঘটনাস্থল ও ইনসেটে ঘাতক কাউসার

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ জুন) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তা গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

একই আদালত কনস্টেবল কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়