ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১০ জুন ২০২৪   আপডেট: ১৭:৩৮, ১০ জুন ২০২৪
পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা খ‌তি‌য়ে দেখা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৯ জুন) স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার মূল মোটিভ কী এবং এ ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। এমন আচরণের কী কারণ হতে পারে! ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলা থেকে এমন করেছে, তা তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে।

এমপি আনারের হত্যাকাণ্ড প্রস‌ঙ্গে আসাদুজ্জামান খান কামাল ব‌লেন, এই ঘটনা তাদের দেশে (ভারত) হয়েছে, এজন্য এই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বও তাদের (ভারত)। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে, তাই তারা (ভারত) মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এটা এমপি আনারের মরদেহ কি না।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়