ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ২২ জুলাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১০ জুন ২০২৪  
বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ২২ জুলাই

তৌফিক ইমরোজ খালিদী (ফাইল ফটো)

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত।

সোমবার (১০ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন চার্জশিট গ্রহণ করেন। তিনি চার্জ শুনানির জন্য আগামী ২২ জুলাই তারিখ ধার্য করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে চার্জশিট দাখিল করেন। ২৮ এপ্রিল চার্জশিটটি আদালতে উপস্থাপিত হয়। আদালত ১০ জুন চার্জশিট আমলে নেওয়ার বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে, কোনো ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক লিমিটেডে বিভিন্ন অ্যাকাউন্টে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে তিনি এসব টাকা অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়