ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

এমপি আনার হত্যা

খাগড়াছড়িতে গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজকে ঢাকায় নেওয়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৯:১৩, ২৬ জুন ২০২৪
খাগড়াছড়িতে গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজকে ঢাকায় নেওয়া হয়েছে

দুই আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করে আকাশপথে ঢাকা আনা হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজকে ঢাকায় নেওয়া হয়েছে। এখন তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে।

বুধবার (২৬ জুন) বিকেলে পূর্বাচলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ।

এর আগে মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: দুর্গম পাহাড়ে অভিযান, এমপি আনার হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়