ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

আয়ের উৎস জানতে চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৯ জুন ২০২৪  
আয়ের উৎস জানতে চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ

ফেসবুকে পোস্টে এক কাস্টমস কর্মকর্তার আয়ের উৎস জানতে চাওয়ায় সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের হুমকিতে চার মাস ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন মেহেদী হাসান খান নামের এক ব্যক্তি। ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এই বাসিন্দা। 

শনিবার (২৯ জুন) দুপুরে রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে মেহেদী হাসান খান বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে আমাকে ও আমার বাবা নায়েব আলী খানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আরো একাধিক ব্যক্তিকে হুমকি দিয়েছে ওই সন্ত্রাসীরা। গত ২৭ ফেব্রুয়ারি কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করার পর আমার নোঙ্গর কমিউনিটি সেন্টার ও গ্রামের বাড়িতে প্রায় ৭০ জনের মতো সন্ত্রাসী পাঠানো হয়। তার বিরুদ্ধে কোনো কথা বললে মেরে ফেলার ও কমিউনিটি সেন্টারে তালা মারার হুমকি দেওয়া হয়। জোবায়ের রহমান তৌহিদ নামের এক ব্যক্তি আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। 

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়