ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

প্রতিবাদলিপির বিষয়ে এসবি প্রধান

নিউজ প্রকাশের আগে তা যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১ জুলাই ২০২৪   আপডেট: ১২:৪৩, ১ জুলাই ২০২৪
নিউজ প্রকাশের আগে তা যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন মনিরুল ইসলাম

পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে দুর্নীতির সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয় ‌গণমাধ্যমে। সেই প্রতিবাদের বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আপনাদের কোনো অর্ডার করিনি। যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাইয়ের অনুরোধ করেছি।’

সোমবার (১ জুলাই) সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পড়ুন: পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি: ৫ সংগঠনের উদ্বেগ ও প্রতিবাদ

এসবি প্রধান মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

‘পুলিশ বাহিনী সবসময় বলে ব্যক্তির দায় বাহিনী নেবে না। এই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রতিবাদ পাঠালো এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এ বিষয়ে আপনার বক্তব্য কি’-জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবসময় বলে আসছি যে, ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর না। কিন্তু (সংবাদে) অতিরঞ্জিত ও খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল, তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছি। আমরা কোনো নির্দেশনা দিইনি। আপনাদের কোনো অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। শুধুমাত্র অনুরোধ করেছি।’

 /মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়