ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দুর্নী‌তি: বাধ্যতামূলক অবসরে এএসপি ইয়াকুব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১ জুলাই ২০২৪  
দুর্নী‌তি: বাধ্যতামূলক অবসরে এএসপি ইয়াকুব 

‌নি‌রীহ লোকজন আটকের পর টাকার বি‌নিম‌য়ে ছে‌ড়ে দেওয়াসহ ক্ষমতার প্রভাব খা‌টি‌য়ে দুর্নী‌তির অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াকুব হোসেনকে বাধ‌্যতামূলক অবস‌রে পা‌ঠি‌য়ে‌ছে স‌রকার।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থে‌কে এ সংক্রান্ত আদেশ জা‌রি করা হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, ২০১৯ সালে কুষ্টিয়ার মিরপুর সার্কেলের এএসপি থাকার সময় আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে পুলিশের একটি আভিযানিক দল গঠন করেন ইয়াকুব। ওই দল অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পরে ১ লাখ টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে পুলিশ সদরদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণ পাওয়ার পর বিভাগীয় মামলা শেষে তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন:

ইয়াকুব হোসেন ২০১৩ সালে ৩৩ বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তি‌নি রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়