বিচারকের আদেশ জালিয়াতি: বেঞ্চ সহকারী রিমান্ডে
আদালতে নেওয়ার পথে খন্দকার মোজাম্মেল হক জনি
বিচারকের আদেশ নিয়ে জালিয়াতির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন খন্দকার মোজাম্মেল হক জনিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র সরকার। আসামিপক্ষে কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন। পরে একই আদালতের স্টেনোগ্রাফার মো. নূরে আলম বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামুন/রফিক