ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

কোটা আন্দোলন

শাহবাগ-সায়েন্সল্যাব সড়কে ‘বাংলা ব্লকেড’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৮ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৪০, ৮ জুলাই ২০২৪
শাহবাগ-সায়েন্সল্যাব সড়কে ‘বাংলা ব্লকেড’

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টায় নিউ মার্কেটের দিক থেকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন।

এ সময় ‘কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কয়েক শ শিক্ষার্থী অবরোধ করায় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা কয়েক দফা ওই মোড়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে কোটাবিরোধী স্লোগান দিতে শুরু করেন।

এদিকে, শাহবাগ মোড়ে বিকেল ৪টার আগ থেকে পুলিশের অবস্থান দেখা যায়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে।

মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়