ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আমির হামজাসহ ৭ জনের মামলায় চার্জ শুনানি ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৯ জুলাই ২০২৪   আপডেট: ১৯:১৫, ৯ জুলাই ২০২৪

রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজাসহ সাত জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার সন্ত্রাস বিরোধ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিলো। তবে এদিন রাষ্ট্রপক্ষ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে চার্জ শুনানি করার আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে ১৮ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির এ তথ্য জানান।

এ মামলার অপর আসামিরা হলেন, আল সাকিব, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, হারুন ইজাহার চৌধুরী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।  

এদিন, জামিনে থাকা আমির হামজাসহ ছয় আসামি আদালতে হাজিরা দেন। এসময় কারাগারে আটক আসামি সাকিবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আল সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আল সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। আসামি হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আল সাকিবসহ অন্যরা। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়