ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

সেই আবজালের জামিন মেলেনি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১০ জুলাই ২০২৪  
সেই আবজালের জামিন মেলেনি 

আবজাল হোসেন (ফাইল ফটো)

১১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আবজাল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। এ মামলায় আবজালের স্ত্রী রুবিনা খানম পলাতক রয়েছেন। 

এ বিষয়ে দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন জানিয়েছেন, এ মামলায় কারাগারে আটক আসামি আবজালের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলি করা হয়েছে। আগামী ১ আগস্ট ওই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। 

২০১৯ সালের ২৭ জুন আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত ৬ মার্চ দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ১১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের ৬৩ হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে ৩২৫ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মামলায়।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়