ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৬:১৯, ১১ জুলাই ২০২৪
যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

বেআইনি সমাবেশ করে জনসাধারণের ক্ষতিসাধনের মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়ছেন আদালত। দণ্ডিতরা হলেন—নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম এবং ওয়াসিম চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। ক্ষতিসাধনের দায়ে দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য জানিয়েছেন।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নম্বর রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

ওইদিন গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়