ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইকন গ্রুপের এমডি নূরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৪ জুলাই ২০২৪  
আইকন গ্রুপের এমডি নূরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা। ছবি : সংগৃহীত

আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান। 

এদিন দুদকের সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনে বলা হয়েছে, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদা ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়