ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনা গুজব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২১:৩৮, ১৫ জুলাই ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন’— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। সোমবার (১৫ জুলাই) খোঁজ নিয়ে রাইজিংবিডি নিশ্চিত হয়েছে, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাটি গুজব।

যে শিক্ষার্থীর নাম ব্যবহার করে এমন গুজব ছড়ানো হয়েছে, তার নাম ইব্রাহিম নীরব। তিনি কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সহ-সমন্বয়ক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক।

রাইজিংবিডিকে ইব্রাহিম নীরব বলেন, আমার নাম ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। বিষয়টি সত্য নয়। 

ইব্রাহিম নীরব নিজেকে পরিচয় দিয়েছেন শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে। যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। 

তবে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে তিনি আহত হয়েছেন বলেও জানান। ইব্রাহিম বলেন, এখন আমার শরীরের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কারণ, শরীরের বাম পাশ এখনও অবশ। ঢাকা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা আমার এক্স-রে রিপোর্ট দেখেছেন। তারা পজিটিভ বলেছেন, আর কিছু ওষুধ সাজেস্ট করেছেন। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত কোটা সংস্কার হচ্ছে। ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের লড়াই চলছে, চলবে। 
 

/এনএইচ/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়