ঢাকা     শনিবার   ৩১ আগস্ট ২০২৪ ||  ভাদ্র ১৬ ১৪৩১

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ০৮:২০, ১৭ জুলাই ২০২৪
মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদলসহ বিএনপি সহযোগী সংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানান, তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢোকেন ডিবির সদস্যরা।

অভিযান শেষে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, ৫-৬ বোতল পেট্রল, বিপুলসংখ্যক লাঠিসোঁটা ও ৬০টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন।

হারুন অর রশীদ আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে, তাদের সবার নাম-নম্বর আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে, গ্রেপ্তারকৃতদের তা জিজ্ঞেস করা হবে।’

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়