বিটিভি ভবনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে
রামপুরা বিটিভি ভবনে লাগা আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটের পোস্টে লেখা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হচ্ছে।
এদিকে, বিটিভি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু আন্দোলনকারীরা তা আটকে রেখে ভাঙচুর চালায়। এ কারণে সেখানে পৌঁছানো যাচ্ছে না বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সঠিক তথ্য প্রচার না করা এবং সরকারের পক্ষে নিউজ করার অভিযোগ তুলে বিটিভির ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। কোন কিছু বুঝে উঠার আগেই আগুন এসব স্থান ছাড়াও দ্রুত বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। বের হতে না পেরে ভেতরে অনেক কর্মকর্তা, কর্মচারী এবং দর্শনার্থী আটকা পড়েন।
মাকসুদ/এনএইচ