ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:১৯, ২৫ জুলাই ২০২৪
ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি 

ফাইল ছবি

গত এক সপ্তাহ ধরে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা এখনও নিশ্চিত নয় বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার স্বল্প দূরত্বের ট্রেন চলার কথা ছিল। কিন্তু সেগুলোও এখন চলছে না। আমরা সিদ্ধান্ত নিয়ে সারা দেশের ট্রেন চলাচল শুরু করবো।

তিনি আরও বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ট্রেন চালানো কোনও বিষয় না, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, তা কবে নাগাদ হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা রেললাইনে আগুন জ্বালিয়ে দেয়। এরপরই জনসাধারণের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়