বিএনপি-জামায়াতের আরও ২৩৩ নেতাকর্মী কারাগারে, ১৫ জন রিমান্ডে
নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে গ্রেপ্তার বিএনপি-জামায়াতের আরও ২৩৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া, রাজধানীর সাত থানায় দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার পৃথক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে শাহবাগ থানার একজন, রমনা মডেল থানার একজন, কলাবাগান থানার দুজন, নিউমার্কেট থানার চারজন, ক্যান্টনমেন্ট থানার ছয়জন, ওয়ারী থানার ১০ জন, রামপুরা ২২ জন, সবুজবাগ থানার তিনজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১১ জন, তেজগাঁও থানার আটজন, হাতিরঝিল থানার ছয়জন, মোহাম্মদপুর থানার ১১ জন, আদাবর থানার শিশুসহ তিনজন, পল্লবী থানার ছয়জন, কাফরুল থানার তিনজন, কদমতলী থানার ছয়জন, উত্তরা পশ্চিম থানার তিনজন, উত্তরা পূর্ব থানার চার, তুরাগ থানার সাতজন, ধানমন্ডি থানার পাঁচজন, ডেমরা থানার চারজন, যাত্রাবাড়ী থানার ২১ জন, খিলগাঁও থানার একজন, গুলশান থানার দুজন, বনানী থানার তিনজন, কোতোয়ালি থানার পাঁচজন, বংশাল থানার পাঁচজন, লালবাগ থানার ৯ জন, চকবাজার থানার একজন, বাড্ডা থানার ২০ জন, ভাটারা থানার দুজন, মিরপুর থানার ১৬ জন, শেরেবাংলা নগর থানার একজন, মতিঝিল থানার পাঁচজন, পল্টন মডেল থানার ১৪ জন ও শাহজাহানপুর থানার দুজন রয়েছে।
এছাড়া রাজধানীর সাত থানার বিভিন্ন মামলায় ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে শাহবাগ থানার একজন, ক্যান্টমেন্ট থানার দুজন, আদাবর থানার একজন, ধানমন্ডি থানার চারজন, ডেমরা থানার একজন, খিলগাঁও থানার একজন, বনানী থানার দুজন ও পল্টন মডেল থানার তিনজন।
মামুন/রফিক