ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৭ জুলাই ২০২৪  
ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে এবং জিজ্ঞসাবাদের জন্য তাদের তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

এর আগে শুক্রবার বিকেলে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিন জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন ভয় দেখিয়ে কখনও আন্দোলন শেষ করা সম্ভব নয়।

মাকসুদ/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়