ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

নাশকতার অভিযোগে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৭ জুলাই ২০২৪  
নাশকতার অভিযোগে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীসহ সারাদেশ থেকে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র্রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (২৭ জুলাই) সকালে র‌্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকার ৭১ জন এবং ঢাকার বাইরের ২১৯ জন। 

তিনি বলেছেন, গ্রেপ্তারকৃতরা সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, প্রতক্ষ্যদর্শীদের বর্ণনা, প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের স্থানীয় থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কাউকে কাউকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়