ধানমন্ডির একটি বাসায় অস্ত্র-গোলাবারুদ

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় অস্ত্র ও গোলাবারুদসহ আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বাসাটি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আস্তানা বলে প্রাথমিক তথ্যে জানতে পেরেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিটিটিসির উপ-কমিশনার মিশুক চাকমা জানান, ধানমন্ডি সাত মসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনে ওই আস্তানার সন্ধান মিলেছে। ভবন থেকে তিনজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মাকসুদ/এনএইচ