ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঢাকায় ২২৯ মামলায় গ্রেপ্তার ২৭৬৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৮ জুলাই ২০২৪  
ঢাকায় ২২৯ মামলায় গ্রেপ্তার ২৭৬৪

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ২২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে আরও জানানো হয়, সম্প্রতি সহিংসতার ঘটনায় মোট ২২৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৭৬৪ জনকে।

ডিএমপি জানিয়েছে, সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার সংখ্যা ২২৯টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৭৬৪ জন। সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে, নিরপরাধ কোনও মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্তকতার সঙ্গে দেখছে পুলিশ।

মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়