ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

শিক্ষার্থী ইশরাক হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১৫:০২, ২৯ জুলাই ২০২৪
শিক্ষার্থী ইশরাক হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর মাহতাব ইশরাককে হত্যার মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু ফয়সাল, অমিত হাসান, আরিফুল ইসলাম অনিক ও খন্দকার মেহেদী হাসান নভেল।

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে হাজির ছিলেন। রায় শেষ সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ইশরাক তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সোহানুর রহমান সোহান ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে সোহান ইশরাককে দেখা করার জন্য ফোন করেন। তিনি টাঙ্গাইল সদর থানাধীন পৌর উদ্যানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা করতে যান। সেখানে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ইশরাকের বাবা ইব্রাহিম খলিল পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, সোহান হোটেল বয়ের কাজ করতেন এবং রাজনৈতিক দলের মিটিং-মিছিলে লোক সাপ্লাই করতেন। ইশরাক এর বিরোধীতা করেন। ঘটনার ৭/৮ মাস আগে ইশরাক, তুর্য, রিয়াদ, মহসিনসহ বেশ কয়েকজন মিলে সোহানকে আটক করে মারধর করে এবং ২০ হাজার টাকা চাঁদা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকা ছাড়তে বাধ্য হয় সোহান। সোহান ইশরাককে মারার পরিকল্পনা করেন। লোকও ঠিক করেন। পরে ৫ ফেব্রুয়ারি ইশরাককে ফোনে ডেকে নিয়ে হত্যা করেন।

মামলাটি তদন্ত করে সদর থানার পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন ওই বছরের ১১ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য টাঙ্গাইলের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এদিকে, সোহান ও নাইমুর রহমান হিমেল শিশু হওয়ায় তাদের বিচারকাজ চলছে অন্য আদালতে।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়