ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে পার্থ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫৪, ২ আগস্ট ২০২৪
রিমান্ড শেষে কারাগারে পার্থ

রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

দুই দফায় আট দিনের রিমান্ড শেষে শুক্রবার (২ আগস্ট) পার্থকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু সাইদ মিয়া। 

পার্থের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম। 

এর আগে গত ২৫ জুলাই পাঁচ দিন ও ৩০ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সংশ্লিষ্ট আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলা করা হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়