আরও ২৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় আরও ২৬ জন এইচএসসি পরীক্ষার্থী শনিবার (৩ আগস্ট) ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
আজ (৩ অগাস্ট) পর্যন্ত মোট ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগ ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনায় বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন জামিন পেয়েছেন।
এর আগে শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন।
কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদের জন্য [email protected] তে তথ্য পাঠানোর অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
এদিকে, শনিবার গণভবনে পেশাজীবীদের সঙ্গে সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দোষ সব শিক্ষার্থীকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
হাসান/রফিক