ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পুলিশের ফোকালপার্সন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:১৪, ৬ আগস্ট ২০২৪
পুলিশের ফোকালপার্সন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান এই ঘোষণা দেন

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই গা ঢাকা দিয়েছেন। চেইন অব কমান্ড ভেঙে গেছে। তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনে পুলিশ অফিসার্স মেস এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান। তিনি নির্যাতিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে এই ঘোষণা করেন।

তিনি বলেন, পুলিশে কমান্ড দেওয়ার মতো এখনো কেউ নেই। পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য তাকে রাখা হয়েছে। এরই মধ্যে দেশের সকল পুলিশ সুপার ও ডিআইজিদের তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সাঈদ হাসান বলেন, সবার আগে থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এরপর রিফর্ম করা। জনরোষ ঠেকাতে পুলিশকে অনেকভাবে ঢেলে সাজাতে হবে। 

তিনি আরও বলেন, পুলিশ না থাকলে স্বাধীনতার সবকিছু ফিকে হয়ে যাবে। নিম্ন লেভেলের পুলিশ সদস্যরা জনরোষের শিকার হচ্ছে পোশাকের কারণে। সবাই খারাপ না, ৮০ ভাগ ভালো। ২০ ভাগের কারণে আজ এ অবস্থায় পৌঁছেছে। এদের কেউ মারবেন না। এরা আপনাদেরই কেউ ভাই বোন সন্তান। এদের কোনও দোষ নেই।

মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়