ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

কর্মস্থলে ফিরতে সহযোগিতা পাচ্ছে পুলিশ, বাধার তথ্য গুজব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৮ আগস্ট ২০২৪  
কর্মস্থলে ফিরতে সহযোগিতা পাচ্ছে পুলিশ, বাধার তথ্য গুজব

দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছে বাহিনীর সদর দপ্তর। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। যাত্রাপথে পুলিশকে জনগণ সহযোগিতা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে। সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরো পড়ুন:

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়