ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১৭, ৮ আগস্ট ২০২৪
নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বুধবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়