ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৩৯, ৮ আগস্ট ২০২৪
মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ আশা ব্যক্ত করেন। এ সময় তিনি আন্দোলনে সব ‘শহিদ’ শিক্ষার্থীদের স্মরণ করেন।

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে। 

অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে, এদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে আসাদুজ্জামানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়