ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ডেমরায় যুবদলের ওয়ার্ড আহ্বায়ককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৪০, ১০ আগস্ট ২০২৪
ডেমরায় যুবদলের ওয়ার্ড আহ্বায়ককে কুপিয়ে হত্যা

রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুলের মোড়ে আবু সাঈদ (২৯) নামে একজন যুবদল নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে বিএনপি। 

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর ডেমরা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত যুবদল নেতা আবু সাঈদ এক সন্তানের বাবা। তিনি ডেমরা আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে। আবু সাঈদরা ছয় বোন এক ভাই।

আবু সাঈদের মামা আপেল মাহমুদ বলেন, আমার ভাগিনা ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে চা খাওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢামেকে নিলে চিকিৎসক জানান আমার ভাগিনা আর বেঁচে নেই।
 
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমএ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়