ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১০ আগস্ট ২০২৪  
পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

বিগত সরকা‌রের আম‌লে যেসব পুলিশ সদস্য বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন, তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। চাকরি ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফুলবাড়ীয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।  

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এসআই তৌহিদ বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে নানাভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও চাকরিচ্যুত হয়েছেন। কেউবা কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছেন। কারণ ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এ বৈষম্য চাই না। আমরা চাই, জনগণের পুলিশ হয়ে কাজ করতে। জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামব। 

শনিবার বেলা ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু করলে তাদের পুলিশ সদর দপ্তরে ডাকেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। আন্দোলনরত পুলিশ সদস্যদের পাঁচজনের একটি প্রতিনিধিদল সদর দপ্তরে প্রবেশ করে। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয়। প্রতিনিধিদল সুবার্তা পেলে আন্দোলন স্থগিত করবেন বলে জানানো হয়। 

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়