ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইসলামী ব্যাংকে উত্তেজনা, গোলাগুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৭, ১১ আগস্ট ২০২৪
ইসলামী ব্যাংকে উত্তেজনা, গোলাগুলি

বেশ কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকে উত্তেজনা বিরাজ করছে। চলমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। এর ধারাবাহিকতায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে রোববার (১১ আগস্ট) সকাল থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নানা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরমধ্যে সকাল সাড়ে ১০টায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান, দুর্বৃত্তদের গুলিতে ইসলামী ব্যাংকের নিরাপত্তা শাখার শফিউল্লাহ সরদার, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ৫ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে এস আলমের ভাড়াটে লোকজন এসব করেছেন বলে কর্মকর্তারা দাবি করেন। ইসলামী ব্যাংকে আন্দোলনরত কর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তারা। এতে দিলকুশা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলমের বিপক্ষে একটি পক্ষ বিক্ষোভ করছে। কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী পদত্যাগ করেছেন। ব্যাংকের আরেক ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছে আইবিবিএলের লোকজন। আজও বিক্ষোভ শুরু হলে গুলাগুলির ঘটনা ঘটে।  

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এই বেসরকারি ব্যাংকের ৭০ শতাংশ পুঁজি জোগান দিয়েছিলেন বিদেশিরা। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলাম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেয়।

এনএফ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়