ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

সবাইকে গণজাগরণের অভিনন্দন: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১১ আগস্ট ২০২৪  
সবাইকে গণজাগরণের অভিনন্দন: প্রধান বিচারপতি 

সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

রোববার (১১ আগস্ট) দুপুরে শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে আসেন তিনি। সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সাংবাদিকদের অভিনন্দন জানান নবনির্বাচিত প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবাইকে অভিনন্দন। সবাইকে গণজাগরণের অভিনন্দন।

এদিন, দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে সৈয়দ রেফাত আহমেদকে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়