ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আট দিন আয়নাঘরে ছিলাম, আদালতকে জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৬ আগস্ট ২০২৪  
আট দিন আয়নাঘরে ছিলাম, আদালতকে জিয়াউল আহসান

আদালতে নেওয়ার পথে জিয়াউল আহসান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে বলেছেন, গত ৭ আগস্ট রাতে ডিজিএফআই’র একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে। আট দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম-খুনের সাথে জড়িত না।

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি। 

জিয়াউল আহসান বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে, তাদের কেউ বলুক, আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে, সেটা সঠিক নয়। আমি অসুস্থ। হার্টে সমস্যাসহ অন্যান্য সমস্যা রয়েছে।

প্যাগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন, প্যাগাসাস বলে কিছু নেই। আমি মোবাইল ট্র্যাকিং করিনি।

জিয়াউল আহসান আদালতে কথা বলায় এর বিরোধিতা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা দাবি করেন, জিয়াউল আহসান গণহত্যার আসামি। তারা কথা বলার অধিকার নেই। এর তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনীন নাহার।

এরই মাঝে জিয়াউল আহসান বলেন, র‌্যাবে থাকাকালে আমার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি।

শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়