ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

সোহেল হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৩, ২০ আগস্ট ২০২৪
সোহেল হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মো. ইব্রাহিম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাঈনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, রিয়াজ মাহমুদ, শেখ বজলুর রহমান, মাহবুব রহমান, মাসুম বিল্লাহ ও মো.রশিদ।

আরো পড়ুন:

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে অন্যান্য আসামিদের নির্দেশে আদাবর থানার সামনে পুলিশের গুলিতে সোহেল রানা মারা যান।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়