ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সচিবালয় ঘেরাও

গ্রেপ্তার ১০৯ আনসার সদস্যকে নেওয়া হয়েছে আদালতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:১৭, ২৬ আগস্ট ২০২৪
গ্রেপ্তার ১০৯ আনসার সদস্যকে নেওয়া হয়েছে আদালতে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

আজ দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

উল্লেখ্য, রোববার সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

/মামুন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়