ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

৪৪তম বিসিএসের ফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য পদে নি‌য়োগের দা‌বি নন-ক্যাডারদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
৪৪তম বিসিএসের ফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য পদে নি‌য়োগের দা‌বি নন-ক্যাডারদের

৪৩তম বিসিএসের বৈষম্যমূলক নন-ক্যাডারের ফলাফল বাতিল করে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার-বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এছাড়া, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত শূন্য পদগুলোতে নন-ক্যাডার প্রার্থীদের নিয়োগের সুপারিশ এবং ২০১৪ সালের নন-ক্যাডার বিধি অনুযায়ী পরবর্তী বিসিএসগুলোতে নন-ক্যাডার নিয়োগের দাবি ক‌রে‌ছেন ৪৩তম বিসিএসে ভাইভা উত্তীর্ণ কিন্তু নিয়োগবঞ্চিত নন-ক‌্যাডার প্রার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হা‌মিদ মিলনায়ত‌নে সংবাদ স‌ম্মেল‌নে এসব দা‌বি জানিয়েছেন ৪৩ তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সংগঠনের সভাপতি মারুফ হোসেন। এ সময় সংগঠনের নেতা নন-ক্যাডার প্রার্থী সাদিয়া তানজিম, ফারুক হোসেন প্রমুখ উপ‌স্থি‌ত ছি‌লেন।

সংবাদ স‌ম্মেল‌নে বলা হয়, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী। বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে, এই বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার পদের সঙ্গেই নন-ক্যাডার পদেরও ফলাফল প্রকাশ করা হয়। ফলে, এতে অধিকাংশ প্রার্থীকে শূন্য হাতে ফিরতে হয়।

প্রার্থীদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে বিপুল  সংখ্যক প্রার্থী নন-ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ৪১তম বিসিএস থেকে ৪ হাজার ৫৩ জন এবং ৪০তম বিসিএস থেকে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডারে নিয়োগের জন্য পছন্দের তালিকা দেওয়া হয়েছিল। অথচ, ৪৩তম বিসিএস থেকে নন-ক্যাডারে মাত্র ১ হাজার ৩৪২ পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও ফল প্রকাশ করে মাত্র ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি পদগুলো বিশেষায়িত হওয়ায় সেগুলো যোগ্য প্রার্থী না থাকায় শূন্য থাকে। এছাড়া, সাধারণ প্রার্থীদের ৫৪টি পদও প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে, সাধারণ প্রার্থীদের জন্য নবম ও দশম গ্রেডের পদ বাকি ছিল মাত্র ৭৫টি। এতে অধিকাংশ প্রার্থীই চাকরি থেকে বঞ্চিত হন। 

তারা বলছেন, ১ হাজার ৩৪২ পদের মধ্যে ৮৮৮টি ৪১তম থেকে ফেরত আসা। সে হিসাবে নতুন পদ এসেছে মাত্র ৪৫৪টি। অথচ, ৪৩তম নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচনের পরিপ্রেক্ষিতে ২ হাজার ৯২১টি পদের তালিকা পাঠানো হয়। কিন্তু, অদৃশ্য কোনো এক কারণে এসব পদের অধিকাংশই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, যা প্রার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ ও প্রহসন ছাড়া কিছুই নয়।

প্রার্থীরা জানান, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বলা হয়নি যে, ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। বরং, ৩২ অনুচ্ছেদে আগের বিসিএসের মতোই নন-ক্যাডারে নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু, ফল প্রকাশের আগে হঠাৎ করে গত বছরের ১৪ ডিসেম্বর মধ্যরাতে নন-ক্যাডারের ১ হাজার ৩৪২ পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিকে প্রহসনমূলক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, পিএসসির সামনে মানববন্ধন, কাফনের কাপড় পরিধান থেকে শুরু করে নানা কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা। এতেও পিএসসি কর্ণপাত না করে বিধিলঙ্ঘন করে ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একসাথে প্রকাশ করে, যা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০, সংশোধিত বিধিমালা-২০১৪ এর পরিপন্থী। 

সংক্ষুদ্ধ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। তারা প্রথমে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিনজনকে আইনি নোটিস এবং পরে একটি রিট মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনে মহামান্য হাইকোর্ট বিপিএসসিকে ৪৩তম বিসিএস ভাইভায় চুড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীর পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং নন-ক্যাডার ফলাফল কেন বাতিল করা হবে না ও ভাইভায় উত্তীর্ণ প্রার্থীদেরকে কেন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের পূর্ব পর্যন্ত নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। কিন্তু, বিপিএসসি মহামান্য হাইকোর্টের রায়ের বাস্তবায়ন এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো জবাব দেয়নি। ফলে পিটিশনারদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব অনতিবিলম্বে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন ও রুলের জবাব না দেওয়ায় বিপিএসসির চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার কথা জানিয়ে পুনরায় একটি লিগ্যাল নোটিস পাঠান। এর পরিপ্রেক্ষিতে বিপিএসসি রিট মামলায় হাইকোর্টের অর্ডার বাস্তবায়ন না করে ও বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুলের জবাব না দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত থেকে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ নিয়ে আসে। এতে দীর্ঘদিন ধরে প্রিলি-লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়ে আসা মেধাবী প্রার্থীরা অধিকারবঞ্চিত হয়ে চরম হতাশায় ভুগছেন।

তা‌দের দা‌বি, বিসিএস উত্তীর্ণদের থেকে ৯ম-১২তম গ্রেডে নিয়োগের জন্য নন-ক্যাডার নিয়োগের পূর্বেও উদ্যোগটি ভালো ছিল। বিধি অনুযায়ী, প্রতিটি বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীদের কাছ থেকে নন-ক্যাডারে আবেদন নেওয়া হতো। পরের বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় থেকে যত চাহিদা আসত, সে অনুযায়ী নিয়োগ দেয়া হতো। এভাবেই নন-ক্যাডারে বিপুল সংখ্যক মেধাবী ছেলেমেয়ে চাকরি পেয়েছেন। তবে, ২০২৩ সালের জুন মাসে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়, যা নন-ক্যাডারবান্ধব নয়। পাশাপাশি, ২০২০ সালে প্রকাশিত ৪৩তম বিসিএসের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য নয়। পিএসসি নিজেও ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় নতুন বিধি মানেনি।

সংবাদ স‌ম্মেল‌নে বলা হয়, বিসিএস নন-ক্যাডার থেকে বিভিন্ন দপ্তরে নিয়োগের ফলে অনিয়ম-দুর্নীতি অনেকটা বন্ধ হয়েছে। তাই, বিভিন্ন মন্ত্রণালয়ে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত পদগুলোতে বিসিএস থেকে নিয়োগ দেওয়া হলে নিয়োগবাণিজ্য বন্ধের পাশাপাশি মেধাবীদের যোগ্য স্থানে পদায়নের সুযোগ তৈরি হবে। এতে বৈষম্য ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। তাই, আইন বা বিধিমালা তৈরি করে বেশি প্রার্থীর চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না ক‌রে বেশি নিয়োগ দি‌তে পা‌রে পিএসসি।

৪৩তম বিসিএসে নন-কাডারের যোগ্য প্রার্থীরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বৈষমের অবসান ঘটিয়ে শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছেন।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়