ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে ভুক্তভোগী আজাদ হোসেন এ মামলা করেন। আদালত মিরপুর মডেল মডেল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে আজাদ হোসেন বন্ধুদের সাথে মিরপুর-১০ এ মেট্রোরেলে সামনে আন্দোলনে যান। আসামিদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর পুলিশ, র‌্যাব এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে আহত হন আজাদ হোসেন।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়