ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

জামিন নামঞ্জুর, কারাগারে শ্যামল দত্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
জামিন নামঞ্জুর, কারাগারে শ্যামল দত্ত

গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষানটেক থানায় দায়ের করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সাত দিনের রিমান্ড শেষে শ্যামল দত্তকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস। শ্যামল দত্তের পক্ষে তার আইনজীবী শ্যামল কান্তি সরকার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত  ১৭ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর ৫ আগস্ট হাজার হাজার জনতা বিজয় উদযাপন করতে বের হয়। সন্ধ্যা সাতটার দিকে ভাসানটেক থানাধীন মিরপুর-১৪ নম্বরে ফজলু আওয়ামী নেতাকর্মীর হামলায় নিহত হয়। এ ঘটনায় নিহতের ভাই শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়