ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

শেখ হাসিনাসহ ২ সাংবাদিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪
শেখ হাসিনাসহ ২ সাংবাদিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় আবুল বাশার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহতের স্বজন আব্দুর রহমান প্রিন্স এ মামলা করেন। 

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, মশিউর রহমান সজল, সেবিকা রানী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান।

গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলায় আবুল বাশার গুলিতে নিহত হন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাইস্কুলের শিক্ষার্থী মিরাজ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলাতে সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও আরিফুর রহমানকে আসামি করা হয়।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়