ঢাকা     বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১১ ১৪৩১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক 

সাফি মোদ্দাসের খান জ্যোতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

গত ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিসহ ১০ জনের দেশত্যাগে দুই মাসের নিষেধাজ্ঞা দেন আদালত। 

উল্লেখ্য, রাজধানীর আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক আছেন সাফি মোদ্দাসের খান জ্যোতি। 

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়