ঢাকা     বৃহস্পতিবার   ০৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৮ ১৪৩১

সাবেক এমপি রোজী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩৬, ৩ অক্টোবর ২০২৪
সাবেক এমপি রোজী দুই দিনের রিমান্ডে

পুলিশের হেফাজতে মাসুদা সিদ্দিক রোজী

রাজধানীর বাড্ডায় মো. সিরাজুল বেপারী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

এদিন, মামলার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে রোজীকে গ্রেপ্তার করে পুলিশ। 

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। ওই সময়ে মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল বেপারী। 

ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৪৬ নম্বর এজাহারনামীয় আসামি মাসুদা সিদ্দিক রোজী।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়