ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের

প্রকাশিত: ১৩:৫৬, ৬ অক্টোবর ২০২৪  
ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। 

রোববার (৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

আরো পড়ুন:

নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন জানান, তার ভাই গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে এলাকার হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরদিন সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়