ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঊর্মির বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৩০, ৮ অক্টোবর ২০২৪
ঊর্মির বিরুদ্ধে মামলার আবেদন

তাপসী তাবাসসুম ঊর্মি

শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত। 

বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন: চাকরির বিধি লঙ্ঘন করা ঠিক হয়নি: ঊর্মির মা

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়