মোহাম্মদপুরে ডাকাতি
গ্রেপ্তার ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য: র্যাব
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বরখাস্ত সদস্য।
রোববার (১৩ অক্টােবর) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান।
মুনিম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় সংলগ্ন ‘আবু কোম্পানির বিল্ডিং’ নামে পরিচিত একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির ঘটনা ঘটে। যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে ওই ফ্ল্যাটে ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
/মাকসুদ/সাইফ/